◆ ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায় .....
আপনি হয়তো ফেসবুক থেকে আয় করার বিভিন্ন উপায় সম্পর্কে ইতিমধ্যেই অবগত আছেন | বতর্মান সময়ে ফেসবুক থেকে ইনকামের সেরা একটি উপায় হচ্ছে ফেসবুক ভিডিও থেকে আয় করা | পেজ থেকে পোস্ট করা ভিডিওতে বিজ্ঞাপন দেখায় ফেসবুক, আর তার রেভিনিউ শেয়ার করে ক্রিয়েটরদের সাথে | এই পেজ মনিটাজেশন মডেলকে In-stream ads নাম দিয়েছে ফেসবুক |
চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ইন-স্ট্রিম অ্যাডের মাধ্যমে আয় করা যায় |
◆ ফেসবুক ইন-স্ট্রিম এড কি -----?
ভিডিওতে এড দেখিয়ে ক্রিয়েটরদের অর্থ আয়ে সাহায্য করে ইন-স্ট্রিম এড | মূলত ভিডিওর মাঝখানে শর্ট ভিডিও বা ছবি দেখানো হয় এড হিসাবে | ভিডিওতে প্রদর্শিত এড থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ পেজ মালিক বা এডমিনের সঙ্গে ভাগাভাগি করে ফেসবুক | যখন কোন ভিউয়ার কোন ভিডিওতে প্রদর্শিত এড সম্পূর্ণভাবে ভিউ করে বা দেখেন তখন ঐ ভিডিওর ক্রিয়েটর রেভিনিউ পান | যেহেতু এডভাইজারগন বিভিন্ন ধরনের অডিয়েন্সকে লক্ষ্য করে এড ক্যাম্পেইন চালান, তাই বিভিন্ন এড আপনারা দেখতে I
তিন ধরনের ইন-স্ট্রিম এড থেকে নিজের ভিডিওতে কি ধরনের এড দেখাতে চান, তা বাছাই করতে পারবেন ক্রিয়েটরগন | চলুন জেনে নেওয়া যাক, তিন ধরনের ইন-স্ট্রিম এড সম্পর্কে |
◆ প্রি-রোল এডঃ -
প্রি-রোল এড সমুহ ভিডিও প্লে হওয়ার আগে দেখানো হয় | যেহেতু কোন ব্যাবহারকারী ভিডিওতে ক্লিক করেছেতার মানে এই যে, এড শেষে তিনি ভিডিওটি অবশ্যই দেখবেন | তাই এই ধরনের এড থেকে খুব দ্রুত আয় করা যায় |
◆ মিড-রোল এডঃ -
মিড-রোল এডসমুহ ভিডিও চলার মাঝখানে দেখানো হয় | ভিডিওতে ন্যাচারাল ব্রেক থাকলে এই ধরনের এড ব্যাবহার করতে বেশ সুবিধা হয় | যেহেতু বেশিরভাগ ভিডিও নিউজ ফিডের মাধ্যমে ব্যাবহারকারীদের কাছে পৌছায়, তাই মিড-রোল এড ব্যাবহারের পরামর্শ দেয় ফেসবুক |
◆ ইমেজ এডঃ -
ইমেজ এড এর ক্ষেত্রে একটি স্থির ছবি ভিডিওর নিচে বিজ্ঞাপন হিসাবে দেখানো হয় | যেসব ভিডিওতে মিড-রোল এড দেওয়া কঠিন, ( যেমনঃ- কমেডি ভিডিও ) ইত্যাদিতে ইমেজ এড রেভিনিউ অর্জনে সাহায্য করে থাকে |
◆ পেজ মনেটাইজেশনের শর্তসমুহ - ফেসবুক ভিডিও থেকে আয়ের পূর্বশর্তঃ -
ফেসবুক ইন-স্ট্রিম এডের জন্য উপযোগী পেজ গুলোই শুধুমাত্র এই ফিচারটি ব্যাবহার করতে পারবে | এছাড়াও ইন-স্ট্রিম থেকে আয়ের ক্ষেত্রে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে | আরো বেশকিছু শর্ত রয়েছে ফেসবুক ভিডিওতে এড দেখিয়ে আয় করার ক্ষেত্রে | প্রথমত ফেসবুক ইন-স্ট্রিম ভিডিও থেকে আয় করতে হলে অবশ্যই একটি ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করতে হবে | অর্থাৎ পারসোনাল ফেসবুক প্রোফাইল বা ফেসবুক গ্রুপসমুহে পোস্ট করা ভিডিও থেকে এভাবে আয় করা যাবেনা | ফেসবুক ইন-স্ট্রিম এডের জন্য কোনো পেজ উপযোগী হলেও পার্টনার মনেটাইজেশন পলিসি না মানলে মনেটাইজেশন পাওয়া সম্ভব না |
◆◆ কিছু উল্লেখযোগ্য পার্টনার মনেটাইজেশন হলোঃ -
◆ যেসব দেশে ইন-স্ট্রিম এড ফিচারটি আছে, শুধুমাত্র সেসব দেশের ক্রিয়েটরগন তাদের পেজ মনেটাইজ করতে পারবেন
◆ হেট স্পিচ, ভায়োলেন্ট, সেক্সুয়ালাইজড কনটেন্ট বা খারাপ ব্যাবহার প্রদর্শন করে এমন কনটেন্ট গ্রহণযোগ্য না
◆ অরিজিনাল কনটেন্ট পোস্ট করা বাধ্যতামূলক, অন্যের কনটেন্ট পোস্ট করলে মনেটাইজেশন দেওয়া হয়না বা দেয়না
◆ ভিডিওতে থাকা সকল এনগেজমেন্ট আসল হতে হবে | ফেসবুক পার্টনার পলিসি পেজে বিস্তারিত দেওয়া থাকে আরো জানতে ফেসবুক পার্টনার পলিসি পেজে ফলো করতে পারেন
এরপর জানুন কোনো পেজের ভিডিওসমুহ মনেটাইজেশন পাওয়ার যোগ্য কিনা তার প্রশ্ন| কোনো পেজ মনেটাইজেশন পেতে হলে নিম্মোক্ত যোগ্যতা থাকা বাধ্যতামূলকঃ -
☆ বিগত ৬০ দিনে ৬০০,০০০ মিনিট বা তার অধিক মিনিট ভিডিও ভিউস | এই সংখ্যা ক্রসপোস্টেড, বুস্টেড বা পেইড ওয়াচ টাইম বাদ দিয়ে হিসাব করা হয় |
☆ পেজে কমপক্ষে ৫ টি ভিডিও থাকতে হবে | এই ৫ টি ভিডিও সাধারণ ভিডিও বা লাইভ ভিডিও হতে হবে |
☆ যে পেজ থেকে ভিডিও পোস্ট করা হবে, সেই পেজে অবশ্যই কমপক্ষে - ১০০০০ ফলোয়ার থাকতে হবে | এছাড়াও ইন-স্ট্রিম এড মনেটাইজেশন পেতে হলে ভিডিও দৈর্ঘ্য কমপক্ষে এক মিনিট হওয়া বাধ্যতামূলক | যদিওবা তিন মিনিটের কম দৈর্ঘ্যের ভিডিওতে এড দেখানো সম্ভব তবুও ভিডিওর দৈর্ঘ্য কমপক্ষে তিন মিনিট রাখার পরামর্শ দেয় ফেসবুক |
Good
উত্তরমুছুন