বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

রাজ্যে নতুন করে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ - 2021


নমস্কার বন্ধুরা আমি - প্রসেনজিৎ চৌধুরী  আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো রাজ্যে নতুন করে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগের জন্য যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেই বিষয়ে । চলুন বিস্তারিত আলোচনা করা যাকঃ - 

                  ☆☆  নিম্নে আলোচিত বিষয়  ☆☆

  •  পোস্টের নাম            -         ডেটা এন্ট্রি অপোরেটর 

  •  শিক্ষাগত যোগ্যতা   -         উচ্চ মাধ্যমিক পাশ 

  •  বয়স                         -         ১৮ থেকে ৪০ বছর 

  •  বেতন                        -         ১৫০০০ টাকা 

  •  শূন্যপদ                     -         ১৮ টি 

  • আবেদন পদ্ধতি          -        অনলাইন 

  • নিয়োগ সক্রান্ত তথ্য  -         psnkol.blogspot.com

শিক্ষাগত যোগ্যতা :-    যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং তার সাথে ভালো কম্পিউটার নলেজ থাকতে হবে ( সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকা আবশ্যক ) 

পোস্টের নামঃ -    ডেটা এন্ট্রি অপোরেটর  


◆◆
  ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 

বয়স :- এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাব হবে - ০১/১০/২০২১ অনুযায়ী । 

বেতন :- এই পোস্টের জন্য প্রতি মাসে ১৫০০০ টাকা করে বেতন দেওয়া হবে। 

শূন্যপদ :- মোট ১৮ টি শূন্যপদে নিয়োগটি করা হবে 

◆◆
  সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়স :- এক্ষেত্রে আবেদনকারীদের বয়স -১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাব হবে - ০১/১০/২০২১ অনুযায়ী। 

বেতন :- এই পোস্টের জন্য প্রতি মাসে ১৮০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
 

-: আবেদন সংক্রান্ত বিষয় :-


আবেদন শুরুর তারিখ :-
 আবেদন শুরু হয়ে গেছে যত শীঘ্রই সম্ভব আবেদন করে ফেলুন । 

আবেদনের শেষ তারিখ :-  ১৩/১১/২০২১

আবেদন ফি :-  সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন, কোনোরকম আবেদন ফি দিতে হবে না। 

আবেদন পদ্ধতি :-
নিচে দেওয়া লিংকে ক্লিক করে  সঠিক এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে । 

( এখানে যতটা সম্ভব বিজ্ঞপ্তি দেখে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো। আবেদন করতে ইচ্ছুক হলে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে তারপর আবেদন করুন )



২টি মন্তব্য:

আমরা কি করি ACF আমাদের সোসাইটি দুর্নীতি মুক্ত এবং নিরাপদ করতে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। আমরা সব ধরনের দুর্নীতির জন্য জরুরি পদক্ষ...