নমস্কার বন্ধুরা আমি প্রসেনজিৎ চৌধুরী আজ শুভ দীপাবলীর পূর্ণ্যলগ্নে আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে বুকভরা ভালোবাসা ও শুভেচ্ছা | আজ আমি আপনাদের কাছে খুশীর খবর নিয়ে হাজির হয়েছি | আবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ ইতিমধ্যেই আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে | যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে | ভারতীয় নাগরিক হয়ে থাকলে এবং পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে ও মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন | আবেদন শুরু - ২৫/১০/২০২১ থেকে আবেদন শেষ - ০৮/১১/২০২১ পযর্ন্ত তো চলুন দেখা যাক, কোন পদে কবে আবেদন পক্রিয়া কিভাবে কি করতে হবে বয়স কতো লাগবে কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে সেই সব বিষয়ে আজ বিস্তারিত দেখব |
◆ প্রার্থী নির্বাচন পদ্ধতিঃ -
আবেদনকারীদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পর উপযুক্ত ও যোগ্য আবেদনকারীদের নিম্মলিখিত ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে |
এই পদে নিয়োগ পক্রিয়াটি হবে সম্পুর্ণ অফলাইন পদ্ধতিতে | ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা নিচে দেওয়া অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে, সেটিকে পূরণ করে নিদিষ্ট ঠিকানায় পাঠাতে হবে পোষ্ট মাধ্যমে |
আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে অবশ্যই বিস্তারিত পড়ে নিজ দ্বায়িত্বে আবেদন করবেন | আমি - প্রসেনজিৎ চৌধুরী শুধুমাত্র আপনাদের নিকট সবার আগে চাকরির বিজ্ঞাপন পৌঁছে দিই কোন রকম চাকরি দিইনা | এটা সব সময় আপনারা মাথায় রাখবেন আমি কিন্তু বিজ্ঞাপন প্রেরন করি | কোন প্রকার কোন প্রতারণার ফাঁদে পরবেন না সবকিছু নিজ বুদ্ধিতে আবেদন করবেন জেনে বুঝে তবেই -
◆ কারা কারা আবেদন করতে পারবেনঃ -
পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে ও মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন | অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে |
◆ বয়সসীমাঃ -
আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে | সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন |
◆ পদের নামঃ - Guest Teacher পদে নিয়োগ করা হচ্ছে |
◆ আবেদন শুরু - ২৫/১০/২০২১
◆ আবেদন শেষ - ০৮/১১/২০২১ পযর্ন্ত
◆ শিক্ষাগত যোগ্যতাঃ - এই পদে আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই যে বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করবে, সেই বিষয়ে B.ED পাশ হতে হবে |
◆ বেতনঃ -
এই পদে প্রতিমাসে - ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে | এবং রাজ্যের গ্রামীন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে | এবং সরকারি নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ৮ ঘন্টা ডিউটি করতে হবে | তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির বিষয়ে খুটিনাটি আশাকরি অবশ্যই আপনারা উপকৃত হবেন | সকলে সুস্থ্য থাকুন ভালো থাকুন এছাড়াও নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমার ওয়েবসাইট ফলো করুন ধন্যবাদ |
Great Post
উত্তরমুছুন